সর্বশেষ সংবাদ
Home / স্থানীয় খবর / শাহবন্দেগী / তিনদিন পর মৃত্যুর কোলের ঢলে পড়লো শেরপুরের ফরহাদ

তিনদিন পর মৃত্যুর কোলের ঢলে পড়লো শেরপুরের ফরহাদ

শেরপুরনিউজঃ বিদ্যুতস্পৃষ্টে অগ্নিদগ্ধের তিনদিন পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েছে বগুড়ার শেরপুরে নির্মাণ শ্রমিক গোলাম মোস্তফা ফরহাদ (২৫)।

রবিবার (২৬ মার্চ) বেলা ১০টার দিকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারী ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফরহাদ শেরপুর উপজেলার শাহবেন্দগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামের মো. নাজির হোসেনের ছেলে।

সে গত বৃহস্পতিবার শেরপুর শহরের খন্দকারটোলা এলাকায় মহাসড়ক সড়ক একটি তিনতলা বিল্ডিংয়ে রংয়ের কাজ করার সময় বৈদ্যুতিক শকে গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। পরে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

Check Also

শেরপুরে পৈতৃক সম্পত্তি পাওয়ার দাবীতে ওয়ারিশদের মানববন্ধন

শেরপুরনিউজ২৪ডটনেটঃ পৈতৃক সম্পত্তির ন্যায্য হিস্যা পাওয়ার দাবীতে মানববন্ধন করেছেন ৪ কন্যাসহ অন্যান্য ওয়ারিশেরা। সোমবার (২৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 4 =

Contact Us