শেরপুর ডেস্কঃ বগুড়া শহরের বীর মুক্তিযোদ্ধা হাসেন আলী সরকার রেলওয়ে কল্যাণ ট্রাস্ট সুপার মার্কেটের দুটি দোকান ঘর থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র-শস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) বিকালে এগুলো উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার ওসি মো: নূরে আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই মার্কেটের (নতুন হকার্স মার্কেট) ৫০১ নম্বর দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি হাসুয়া,৩টি কুড়াল উদ্ধার করা হয়। এরপর একই মার্কেটের ৩০১ নম্বর দোকান থেকে ১টি চাপাতি, একটি বার্মিজ চাকু, ১টি লোহার পাইপ ও ৪টি লাঠি উদ্ধার করা হয়েছে।
এই অস্ত্রগুলোও পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ওসি আরও বলেন, কোন সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত করার উদ্দেশ্যে এই অস্ত্র-শস্ত্রগুলো সেখানে মজুদ করা হয়েছিল। এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।