শেরপুর ডেস্কঃ রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণার প্রতিবাদে সোনিয়া গান্ধীসহ বিরোধী দলের এমপিরা সংসদে কালো পোশাক পড়ে বাজেট অধিবেশনে অংশ গ্রহণ করেছেন।
সোমবার (২৭ মার্চ) ভারতের পার্লামেন্টে ২০২৩ সালের বাজেট অধিবেশনে প্রতিবাদ স্বরূপ তারা এই কাজ করে। খবর হিন্দুস্থান টাইমসের।
গত ২৪ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বংশগত নামের পদবি নিয়ে কটূক্তি করার অভিযোগে মানহানির মামলায় সাজাপ্রাপ্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ভারতের পার্লামেন্টে অযোগ্য ঘোষণা করা হয়।
তবে লোকসভার সদস্য পদ হারানোর পর প্রথম সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার ‘ঘনিষ্ঠ’ শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি জানান, মোদি-আদানির সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলাতেই তাকে নিশানা করা হয়েছে।