সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন বাইডেন

শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন বাইডেন

শেরপুর ডেস্কঃ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার (২৭ মার্চ) এক চিঠিতে এই শুভেচ্ছা জানান তিনি। এতে জো বাইডেন বলেন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা ও স্বাধীনতার মূল্য গভীরভাবে উপলব্ধি করে। কারণ তারা ১৯৭১ সালে নিজেদের ভাগ্য বেছে নিতে এবং নিজ ভাষায় কথা বলার জন্য সাহসের সাথে লড়াই করেছিল।

তিনি আরো বলেন, বাংলাদেশ যখন তার পরবর্তী নির্বাচনের কাছাকাছি তখন আমি মনে করিয়ে দিতে চাই যে, আমাদের উভয় দেশের জনগণ গণতন্ত্র, সমতা, মানবাধিকারের প্রতি সম্মান এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে।

বাইডেন আরো বলেন, বাংলাদেশ প্রায় ১০ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে সহানুভূতি এবং উদারতার একটি উদাহরণ স্থাপন করেছে। আমরা রোহিঙ্গা সঙ্কটের দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে বের করা এবং অপরাধীদের জবাবদিহিতার জন্য অঙ্গীকারবদ্ধ।

Check Also

অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহতের হুঁশিয়ারি সারজিসের

শেরপুুর নিউজ ডেস্ক: অযৌক্তিক কারণে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে, দেশের স্বার্থে তাদের প্রতিহত করা হবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =

Contact Us