সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / আগামী নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি : রওশন

আগামী নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি : রওশন

 

শেরপুর ডেস্ক: সাংবিধানিক ধারা মেনে হবে আগামী ভোট হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, নির্বাচনমুখী দল হিসেবে তাতে অংশ নেবে জাপা। সোমবার গুলশানের একটি কমিউনিটি সেন্টারে এক ইফতারের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রওশন এরশাদ বলেন, জাপায় কোনো বিভেদ নেই। এরশাদের রেখে যাওয়া নির্দেশনা যারা মানবেন না, তারা দলের ও নিজের ক্ষতি ডেকে আনবেন। এ ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হলে দলের সংস্কার করতে দ্রুত কাউন্সিল করতে হবে।

লিখিত বক্তব্যে রওশন বলেন, প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় উন্নয়নশীল দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। কিন্তু অসাধু ব্যবসায়ীরা পবিত্র রমজানে সব নিত্য পণ্যের দাম বাড়িয়ে মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে। এতে উন্নয়ন, গণতন্ত্র ও স্থিতিশীলতা ম্লান হয়ে পড়েছে।
জাপার বর্তমান নেতাদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতি ও কারী হাবিবুল্লাহ বেলালী ছিলেন রওশনের ইফতারে। বক্তৃতা করেন রওশনপুত্র রাহগির আল মাহি এরশাদ সাদ।

Check Also

সেন্টমার্টিন নৌরুটে কেয়ারি সিন্দাবাদকে চলাচলের অনুমতি

শেরপুর নিউজ ডেস্ক: কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =

Contact Us