সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / জেলার খবর / বগুড়ায় গ্যাস ট্যাবলেট সেবনে নারীর আত্মহত্যা

বগুড়ায় গ্যাস ট্যাবলেট সেবনে নারীর আত্মহত্যা

শেরপুর ডেস্কঃ বগুড়ায় কিস্তির টাকা না দিতে পারায় এনজিও কর্মির অপমান সহ্য না করতে পেরে গ্যাস ট্যাবলেট (বিষাক্ত) সেবন করে শাহেনা বেগম নামে এক নারী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

নিহত নারী, বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের শিকারপুর পূর্বপাড়া (পাথারবাড়ি) এলাকার মিনু মিয়ার স্ত্রী শাহেনা বেগম (৩০)।

জানা গেছে, মঙ্গলবার (২৮ মার্চ) শাহেনা বেগমের বেসরকারি টিএমএমএস এনজিও’র ১,১০০ ( এক হাজার এক’শ) টাকার কিস্তি ছিল। কিস্তির ৫০০ (পাঁচ’শ) টাকা দিতে ব্যর্থ হওয়ায়। এনজিও’র কালেকশন কর্মি অপমান করে। ওই কালেকশন কর্মির অপমান সহ্য করতে না পেরে সন্ধ্যায় গ্যাস ট্যাবলেট (বিষাক্ত) সেবন করে এবং তৎক্ষণাৎ তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, আজকে শাহেনার বাড়িতে কিস্তির লোক এসে বকাবকি করেছে। অপমান সহ্য না করতে পেরে শাহেনা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক জানান, কিস্তির ৫০০ (পাঁচ’শ) টাকা দিতে ব্যর্থ হওয়ায় কিস্তির কালেকশন কর্মি শাহেনাকে অপমানমূলক কথা বলে। অপমান সহ্য না করতে পেরে শাহেনা গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করে।

এ বিষয়ে বগুড়া সদর থানার এস আই আব্দুর রহিম জানান, জনশ্রুতি আছে কিস্তির টাকা পরিশোধ না করায় কিস্তির কালেকশন কর্মির অপমান ও পারিবারিক অশান্তির কারণে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় একটি ইউডি মামলা হবে। এবং পরিবারের লোকজন মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Check Also

বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে নৈশ কোচের যাত্রী, ২ জন গ্রেফতার

শেরপুর ডেস্কঃ বগুড়ায় শ্যামলী পরিবহন নামে একটি নৈশকোচে ডাকাতি স্টাইলে যাত্রীদের অজ্ঞান করে টাকা, মোবাইল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − five =

Contact Us