সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / সু কির দল এনএলডি বিলুপ্ত ঘোষণা

সু কির দল এনএলডি বিলুপ্ত ঘোষণা

শেরপুর ডেস্কঃ মিয়ানমারে নোবেলজয়ী নেত্রী অং সান সু কি’র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি পার্টিকে (এনএলডি) বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির সামরিক জান্তা। খবর আল-জাজিরার।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মিয়ানমারের সামরিক-নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন ঘোষণা করেছে, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টি (এনএলডি) একটি নতুন নির্বাচনী আইনের অধীনে পুনরায় নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে। যার কারণে দলটিকে বিলুপ্ত করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, মঙ্গলবার যেই ৪০টি রাজনৈতিক দল বিলুপ্ত করা হয়েছে তার মধ্যে নোবেল বিজয়ী অং সান সুচির নেতৃত্বাধীন এনএলডি একটি।

অপরদিকে এনএলডি বলেছে তারা এই অবৈধ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না।

২০২০ সালের নভেম্বরের সংসদীয় নির্বাচনে এনএলডি জয়লাভ করে। পরবর্তীতে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক বাহিনীর অভ্যুত্থান করে ক্ষমতা দখল করে এবং দলটির প্রধান সু কিকে কারাগারে পাঠানো হয়।

৭৭ বছর বয়সী সু কি সামরিক বাহিনী দ্বারা করা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর মোট ৩৩ বছর কারাদণ্ড ভোগ করছেন। তার সমর্থকরা বলছেন, তাকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেয়া থেকে বিরত রাখার জন্য এই অভিযোগ আনা হয়েছে।

Check Also

পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৮২

শেরপুর নিউজ ডেস্ক: পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতায় কমপক্ষে ৮২ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, দেশটির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + one =

Contact Us