ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় খাদ্যনালীতে (গলায়) পান খাওয়ার জর্দা আটকে সানজালা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সানজালা উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামের শাহ আলমের মেয়ে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ইফতারের আগে শিশুটির মা গৃহস্থালী কাজে ব্যস্ত ছিলেন। আর বাবা ছিলেন বাড়ির বাইরে। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি ঘরের ভেতর ঢুকে খাটের নীচে রাখা পানের বাটা থেকে জর্দা খেতে থাকে। এক পর্যায়ে খাদ্যনালীতে জর্দা আটকে শিশুটি শ্বাস কষ্টে অচেতন হয়ে পড়ে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) স্থানান্তর করে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে শিশুটির মৃত্যু হয় ।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী শিশুটির খাদ্যনালীতে জর্দা কিংবা সুপারি আটকে শ্বাস কষ্ট শুরু হয়। তার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল। দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বগুড়া শজিমেকে স্থানান্তর করা হয়।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহমেদ জানান, আইনী প্রক্রিয়া শেষে শিশুটির মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।