সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি

বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি

শেরপুর ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগের বিভিন্ন স্থানে শুক্রবার (৩১ মার্চ) মধ্যরাত থেকেই অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হবার খবর পাওয়া গেছে। সেই সঙ্গে একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে বলেও জানা যায়। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হচ্ছে বলেও আমাদের স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীতে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে গেছে।

এদিকে ২ এপ্রিলের পর দেশে বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারপর থেকে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তাই থেমে থেমে দেশব্যাপী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত আগামী তিনদিন স্থায়ী হতে পারে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) মানিকগঞ্জ জেলায় কালবৈশাখী, তীব্র বজ্রপাত ও বড় শিলাবৃষ্টি হয়েছে। বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মধ্যবর্তী স্থানে বেশ বড় আকারের শিলাবৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় এক লাখ ১৪ হাজার ভোল্টের একটি বজ্রপাত আঘাত করেছে।

 

Check Also

অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহতের হুঁশিয়ারি সারজিসের

শেরপুুর নিউজ ডেস্ক: অযৌক্তিক কারণে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে, দেশের স্বার্থে তাদের প্রতিহত করা হবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − two =

Contact Us