সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / জেলার খবর / বগুড়ায় সর্বনিম্ন ফেতরা ১০০ টাকা

বগুড়ায় সর্বনিম্ন ফেতরা ১০০ টাকা

শেরপুর ডেস্কঃ বগুড়া জেলা ইমাম-মুয়াজ্জিন সমিতির উদ্যোগে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বৃহস্পতিবার অপরাহ্নে এক ফেতরা নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলহাজ মাওলানা আব্দুল কাদের। উপস্থিত সকলের ঐক্যমতে শরীয়তের বিধান অনুযায়ী বগুড়ার এবার আটার মূল্য হিসাবে সর্বনিম্ন ১০০ টাকা এবং খেজুর এর মূল্য হিসাবে সর্বোচ্চ ২৪০০ টাকা জনপ্রতি ছদকাতুল ফিতর নির্ধারণ করা হয়। ফিতরা গরীব ও দুঃখী মানুষের হক যার যার অবস্থান থেকে বেশি পরিমাণ দেওয়ার মধ্যেই অধিক ফজিলত রয়েছে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন আলহাজ মাওঃ আঃ জলিল, প্রফেসর শাইখ মোঃ নজরুল ইসলাম, মুফতি শামসুজ্জোহ, মাওঃ আবু বকর ছিদ্দিক, মাওঃ সিরাজুল ইসলাম, মুফতি আঃ বাকী, মাওঃ সাইফুল ইসলাম, মাওঃ আমজাদ হোসেন রাশেদী, হাফেজ মাওঃ নূর আলম, মাওঃ আব্দুস সালাম, মাওঃ ইমদাদুল হক, মাওঃ আব্দুল মতিন, ইমাম আবু রাজী, রবিউল ইসলাম ওশন, মাওঃ রুকন উদ্দিন, হাফেজ শাহিন রেজা, মুহঃ আব্দুল্লাহ, মুহঃ শাহজাহান আলীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

Check Also

বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে নৈশ কোচের যাত্রী, ২ জন গ্রেফতার

শেরপুর ডেস্কঃ বগুড়ায় শ্যামলী পরিবহন নামে একটি নৈশকোচে ডাকাতি স্টাইলে যাত্রীদের অজ্ঞান করে টাকা, মোবাইল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =

Contact Us