Home / ইতিহাস ও ঐতিহ্য / এপ্রিলের ১ তারিখ বোকা বানানোর দিন

এপ্রিলের ১ তারিখ বোকা বানানোর দিন

শেরপুর ডেস্ক ঃ মানুষকে বোকা বানানোর দিন এপ্রিলের ১ তারিখ। এই দিনের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রচুর খুনসুটি আর মজা। অনেকেই আছেন যারা সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করেন, শুধুমাত্র তাদের কাছের মানুষদেরকে মজার ছলে একটু বোকা বানানোর জন্য। বিশ্বের বহু মানুষ এপ্রিলের ১ তারিখ দিনটিকে বেশ উপভোগ করেন। এপ্রিল ফুলস ডে’তে (April Fools Day) রয়েছেন নানান মজার গল্প। কোনো দিনও কি ভেবে দেখেছেন, এই বোকা বানানোর দিন ঠিক কবে থেকে শুরু হল? কেনই বা বেছে বেছে এপ্রিলের ১ তারিখেই মানুষকে বোকা বানানো হয়? সেসব জানতে আপনাকে ফিরে যেতে হবে বহু বছর আগের ইতিহাসে।

কথিত আছে, ১৩৮১ খ্রিস্টাব্দে প্রথমবারের মতো ১লা এপ্রিল দিবসটি শুরু হয়, যার পেছনে দুটি মজার গল্প রয়েছে বলে মনে করা হয়। ২০২৩ সালে এপ্রিল ফুল দিবস পালিত হবে শনিবার। এপ্রিল ফুল দিবস উদযাপনের সবচেয়ে বড় কারণ হল ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড এবং বোহেমিয়ার রানী অ্যানি। যাঁরা ১৩৮১ সালে ৩২ শে মার্চ বিয়ের ঘোষণা করেছিলেন। বিয়ের খবরে জনমনে চরম আনন্দের পরিবেশ ছিল। যাইহোক ৩২শে মার্চ ক্যালেন্ডারে একটি তারিখ নয়। রাজা-রানী তাঁদের বিয়ের মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বোকা বানিয়েছিলেন, তখন থেকেই এই দিনটি পালন শুরু হয়। ৩২শে মার্চ যেহেতু একটি দিন নয়, তাই ১লা এপ্রিল ‘এপ্রিল ফুল দিবস’ হিসাবে পালিত হয়েছিল।

Check Also

হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

শেরপুর নিউজ ডেস্ক: বাংলা সাহিত্যের বরপুত্র, জনপ্রিয় ঔপন্যাসিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন আজ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 9 =

Contact Us