দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় মন্দিরের ভিতরে স্বর্ণালংকারসহ দানবাক্সের টাকা চুরি এ ঘটনা ঘটেছে। পৌরসভার চেঙ্গা মহল্লার শ্রী শ্রী দয়াময়ী কালীমাতা মন্দিরে শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রাতে কোনো এক সময় কে বা কারা গ্রিলের শিক ভেঙ্গে মন্দিরে ভিতরে ঢুকে চুরি করে। পরে শনিবার সকালে পুরোহিত মন্দিরে গিয়ে চুরির বিষয়টি টের পান।
মন্দির কমিটি জানায়, প্রতীমার চার হাতে ৪ টি সোনার বালা, ১টি টিকলি ,১টি নাকের নথসহ মোট প্রায় দেড় ভরি স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা।
এ বিষয়ে মন্দিরে সভাপতি জীবন পাল জানান, মন্দিরে চুরি ঘটনা থানা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। তাদের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
চুরির ঘটনাটি নিশ্চিত করে দুপচাঁচিয়ায় থানার ওসি আব্দুল কালাম আজাদ বলেন, মন্দিরের লোকজন এখনও কোনো অভিযোগ দেননি। তবে ইতিমধ্যেই চুরির ঘটনায় পুলিশ খোঁজখবর করছে।