সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / বিশ্বের জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদি

বিশ্বের জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদি

শেরপুর ডেস্কঃ আবারো বিশ্বের জনপ্রিয় নেতা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে ৭৬ শতাংশ মানুষ মোদিকেই সমর্থন করেন। একটি জরিপে এমনটাই দাবি করা হয়েছে। জরিপটি চালিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল ট্র্যাকার মর্নিং কনসাল্ট নামের একটি সংস্থা।

সংস্থাটি বিশ্বের ২২ টি দেশের বর্ষীয়ান ও শিক্ষিত নাগরিকদের নিয়ে এই সমীক্ষা চালিয়েছে। ২২-২৮ মার্চের মধ্যে এ সমীক্ষা পরিচালিত হয়েছে। তাতে দেখা গেছে, নরেন্দ্র মোদির ধারে কাছে নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

সমীক্ষায় দেখা গেছে, নরেন্দ্র মোদির পরেই রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদার। তার সমর্থনে এসেছেন ৬১ শতাংশ মানুষ। তারপরই রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যলবানিজ। ৫৫ শতাংশ ভোট পেয়েছেন তিনি। চতুর্থ অবস্থানে থাকা সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসেত পেয়েছেন ৫৩ শতাংশ ভোট।

Check Also

রাসুল (সা.)-এর রওজা জিয়ারতে নতুন নির্দেশনা দিল সৌদি

শেরপুর নিউজ ডেস্ক: রাসুল (সা.)-এর রওজা জিয়ারতের স্বপ্ন লালন করেন বিশ্বের সকল মুসলমান। তবে রওজা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =

Contact Us