শেরপুর ডেস্কঃ অনুমোদনহীন ও নকল কসমেটিকস বিক্রির অপরাধে বগুড়ায় দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে শহরের নিউ মার্কেট ও চুড়ি পট্টি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় জেলা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন৷
ইফতেখারুল আলম রিজভী জানান, ঈদ উপলক্ষ্যে শহরের নিউমার্কেট ও চুড়ি পট্টিতে বিভিন্ন কসমেটিকস দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় নিউ মার্কেটে শাহ বিপনিকে অনুমোদনহীন কসমেটিকস বিক্রয়ের অপরাধে ২০ হাজার এবং এবং চুড়ি পট্টিতে মা স্টোরকে নকল কসমেটিকস বিক্রয়ের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্কীন সাইন এর নকল ক্রীম যাতে ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর হাইড্রোকুইনন রয়েছে। যাতে করে গ্রাহক প্রতারিত হচ্ছেন এবং অনুমোদনহীন হওয়ায় সরকার রাজস্ব হারাচ্ছে। তাই দেশে অনুমোদনকৃত আসল স্কিন সাইন ক্রয় করতে বলা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।