সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়ায় নয়ন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বগুড়ায় নয়ন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

শেরপুর নিউজঃ বগুড়ার গাবতলী উপজেলার ১৯ মামলার আসামি নাহিদুল ইসলাম নয়ন হত্যা মামলার প্রধান আসামি মো. আব্দুর রাজ্জাক (৪৭) কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (৩ এপ্রিল) গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুম্মাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক বগুড়ার গাবতলী উপজেলার পূর্ব মহিষাবান (মাস্টারপাড়া) এলাকার মো. আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে।

সোমবার বিকেল ৩ টার দিকে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বগুড়ার চাঞ্চল্যকর নাহিদুল ইসলাম (নয়ন) হত্যা মামলার পলাতক প্রধান আসামী মোঃ আব্দুর রাজ্জাক (৪৭) গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুম্মাবাড়ী এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার বেলা ১২ টায় ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১২ আরও জানান, আসামী মো. আব্দুর রাজ্জাক অত্যন্ত চতুর। সে একই জায়গায় বেশিদিন অবস্থান করে না ও ঘন ঘন বাসা পরিবর্তন করে বিধায় এতোদিন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। গ্রেপ্তারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং আসামির বিরুদ্ধে আগের আরও কয়েকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য, বগুড়ার গাবতলীতে গত (১১ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার মহিষাবান ইউনিয়নের দেবত্তরপাড়ায় ত্রিমোহনী এলাকায় মাদকের আসরে ১৯ মামলার আসামি নাহিদুল ইসলাম নয়নকে কুপিয়ে হত্যা করে তারই সহযোগীরা।

এ ঘটনায় জড়িত আরও চারজন আসামিকে এর আগে ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা পুলিশ।

তারা হলেন, বগুড়ার গাবতলী উপজেলার চক মরিয়া এলাকার মোঃ সালাম প্রাং এর ছেলে মোঃ সাগর (২২), মড়িয়া- গোলাবাড়ি এলাকার মোঃ জিন্নাত আলী প্রামাণিকের ছেলে মোঃ রকি (২৪), মহিষাবান মধ্যপাড়ার মোঃ নিলু প্রামাণিকের ছেলে মোঃ জনি (২৩), মহিষাবান দহ পাড়ার মোঃ মুক্তি সরকারের ছেলে মোঃ সাকিল (২৩)।

Check Also

ধুনটে সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ

  ধুনট (বগুড়া) সংবাদদাতা : রবি মৌসুমের শুরুতে কৃত্রিম সংকট দেখিয়ে বগুড়ার ধুনটে ডিলার ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 13 =

Contact Us