শেরপুর ডেস্কঃ ২০১৯ সালের মানহানি মামলায় সোমবার (৩ এপ্রিল) জামিন পেয়েছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। একইসঙ্গে গুজরাটের সুরাতের দায়রা আদালত রাহুলের দুই বছরের কারাদণ্ড স্থগিত করেছেন। খবর এনডিটিভির।
এ মামলায় গত ২৩ মার্চ রাহুল গান্ধীকে দু’বছরের সাজার নির্দেশ দিয়েছিল সুরাতেরই ম্যাজিস্ট্রেট আদালত। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেন রাহুল। এরপরেই আজ আদালতের পক্ষ থেকে এমন সিন্ধান্ত এলো।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের এই রায়ের পরে পরবর্তী শুনানির দিন ১৩ এপ্রিল ধার্য করা হয়েছে। এ সময় পর্যন্ত রাহুলের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না।
এ ছাড়া রাহুলের বিরুদ্ধে যে বিজেপি বিধায়ক মানহানির অভিযোগ দায়ের করেছিলেন তাকে ১০ এপ্রিলের মধ্যে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এনডিটিভি জানিয়েছে, আজকে সুরাতে শুনানিতে হাজির হয়েছিলে রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ছাড়াও আরও বেশ কয়েকজন কংগ্রেস নেতা। এ সময় তিনজন মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন।
তবে পরবর্তীতে শুনানিতে রাহুল গান্ধীকে আদালতে হাজির হতে হবে না বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাহুলের রায় যদি পরিবর্তন না হয় তাহলে তিনি এমপি হিসেবে পার্লামেন্টে অযোগ্য থেকে যাবেন এবং আগামী ৮ বছর নির্বাচন করতে পারবেন না।
২০১৯ সালে এক নির্বাচনী প্রচারণার সময় মোদির পদবি নিয়ে মন্তব্য করার কারণে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা হয়। গত সাধারণ নির্বাচনের আগে ২০১৯ সালে কর্ণাটক রাজ্যে এক নির্বাচনী প্রচারণায় রাহুল বলেছিলেন, সব চোরেরা কেন তাদের পদবিতে মোদি ব্যবহার করে? নিরাভ মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি।