সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / প্রযোজকের বিরুদ্ধে স্বস্তিকার অভিযোগ

প্রযোজকের বিরুদ্ধে স্বস্তিকার অভিযোগ

শেরপুর ডেস্কঃ টালিউড অভিনেত্রীদের ঠোঁটকাটা হিসাবে যারা পরিচিত তাদের মধ্যে অন্যতম স্বস্তিকা মুখার্জি। পর্দায় সাহসী রূপে হাজির হয়ে বারবার আলোচনায় এসেছেন তিনি।

এবার তার নতুন ছবি ‘শিবপুর’-এর প্রযোজকের বিরুদ্ধে হুমকির অভিযোগ এনেছেন তিনি। ইতোমধ্যে বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ জানিয়েছেন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (ইম্পা)-তেও। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, অভিনেত্রী প্রযোজকের বিরুদ্ধে হেনস্তা ও ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছেন।

এ প্রসঙ্গে অরিন্দম ভট্টাচার্য বলেন, ‘বিষয়টা শুনেছি। যেকোনো কাজে সৃজনশীল মতবিরোধ হতেই পারে। এ ক্ষেত্রেও তাই হয়েছে। বাইরে থেকে আমার কোনো মন্তব্য করা উচিত নয়।’

টালিউডপাড়ার একটি সূত্রের দাবি করেছে, ‘প্রযোজক নির্দোষ। বরং পরিচালকের ‘প্ররোচনা’তেই নাকি স্বস্তিকা অভিযোগ জানিয়েছেন। এই প্রসঙ্গে অরিন্দমের সাফ জবাব, ‘পুরোটাই মিথ্যা কথা। কোনোরকম নেতিবাচক প্রচারে আমি বিশ্বাসী নই। আর স্বস্তিকার মতো অভিনেত্রীকে আমি প্ররোচনা দেব! একজন অভিনেত্রী শুধু শুধু কি এরকম অভিযোগ করলেন?’

প্রযোজনা সংস্থার পক্ষে অজন্তা সিংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে, সংস্থার মুখপাত্র বলেন, ‘অভিযোগ সত্যি, না কি মিথ্যা, তা নিয়ে এখনই মুখ খুলতে চাইছি না। আপাতত বলতে পারি, আমাদের কাছে যাবতীয় তথ্য প্রমাণ রয়েছে। আইনজীবীর পরামর্শ মতোই আমরা পদক্ষেপ নেব।’

প্রযোজনা সংস্থার পক্ষের আইনজীবী শৌভিক বসু ঠাকুর বলেন, ‘সংবাদমাধ্যমের মাধ্যমেই বিষয়টা জানতে পেরেছি। আমার মক্কেল এরকম কিছুই করেননি। প্রয়োজনে আমরা অভিনেত্রীর সঙ্গে কথা বলব। যদি কেউ কিছু করে থাকেন, তাহলে আমার মক্কেল সেটা সমর্থন করেন না। আমরা অভিনেত্রীর পাশে রয়েছি।’

তবে এ বিষয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় এখনও গণমাধ্যমে কোনো কিছু বলেননি। প্রসঙ্গত, আশির দশকের হাওড়া শিবপুর অঞ্চলের বাস্তব ঘটনার প্রেক্ষাপটে তৈরি থ্রিলার ধাঁচের সিনেমা ‘শিবপুর’। স্বস্তিকা ছাড়াও ছবিতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, সুস্মিতা চট্টোপাধ্যায় প্রমুখ। সব কিছু ঠিক থাকলে এ বছরের ৫ মে মুক্তি পাবে ছবিটি।

Check Also

তিন হাজার কণ্ঠে দেশের গানের দৃশ্যধারণ

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় সংগীত ও দেশের গান একসঙ্গে গেয়েছেন তিন হাজারের বেশি শিল্পী, শিক্ষক, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 4 =

Contact Us