সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / আবারও বিসিবির কার্যক্রম শুরু হচ্ছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে

আবারও বিসিবির কার্যক্রম শুরু হচ্ছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে

শেরপুর ডেস্কঃ ভেন্যু তালিকা থেকে বাদ হওয়ার মাসখানেকের মধ্যে আবারও বিসিবির কার্যক্রম শুরু হতে যাচ্ছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের।

সোমবার (৩ এপ্রিল) এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস।

এক সময় বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত ভেন্যু শহীদ চান্দু স্টেডিয়ামকে চলতি বছরের মার্চে বিসিবির ভেন্যু তালিকা থেকে বাদ দেয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি পাঠিয়ে এ সিদ্ধান্ত জানায় বিসিবি। এতে অভিযোগ করা হয়, গত কয়েক বছর ধরেই বোর্ডের ম্যাচ আয়োজনে অসহযোগিতা করছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা।

চিঠি দেয়ার পাশাপাশি বগুড়ায় নিয়োগপ্রাপ্ত বিসিবির ১৭ কর্মকর্তা ও কর্মচারীকে ক্লোজড করে মিরপুরে রিপোর্ট করতে বলা হয়। একই সঙ্গে কার্গোতে করে ঢাকায় নিয়ে যাওয়া হয় গ্রাউন্ড রক্ষণাবেক্ষণের যন্ত্রপাতি থেকে শুরু করে ইনডোরের নেট, ম্যাট সবকিছু।

বিসিবির ভেন্যুর তালিকা থেকে শহীদ চান্দু স্টেডিয়ামকে বাদ দেয়ার পর থেকেই ভক্তদের মাঝে ছিল বিরূপ প্রতিক্রিয়া। অনেকেই সহজভাবে নেননি বিষয়টি। প্রতিবাদে স্টেডিয়াম প্রাঙ্গণে মানববন্ধনও করেছিল স্থানীয়রা। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এমন পরিণতি হয়েছে এক সময়ের আন্তর্জাতিক ভেন্যুটির। অবশেষে তাদের দাবি প্রেক্ষিতে আবারও কার্যক্রম ফিরতে যাচ্ছে স্টেডিয়ামটিতে।

সব মিলিয়ে ৬টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। ৫ ওয়ানডের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে একটি টেস্টও। লাকি ভেন্যুতে ৬ ম্যাচের ৪টিতেই জয় আছে বাংলাদেশের। দেশের অন্যতম সেরা উইকেটের ভেন্যুতে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে আর কেনিয়ার বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে টাইগারদের।

তবে, ২০০৬ সালের ৫ ডিসেম্বর বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়নি স্টেডিয়ামটিতে।

Check Also

বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে শেষ আটে ইতালি

শেরপুর নিউজ ডেস্ক: চার ম্যাচ পর জাতীয় দলে ফিরলেও বাঁচা-মরার লড়াইয়ে জ্বলে উঠতে পারেননি তারকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =

Contact Us