Home / বগুড়ার খবর / সোনাতলা / সোনাতলা থানা চত্বর যেন সবজি ক্ষেত

সোনাতলা থানা চত্বর যেন সবজি ক্ষেত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলা থানা চত্বরে পরিত্যক্ত জায়গায় গড়ে তোলা হয়েছে বিষমুক্ত সমন্বিত সবজির বাগান। থানার সীমানা প্রাচীরের ভেতর প্রায় ৩০ শতক জায়গায় বিভিন্ন ধরনের সবজির চাষ করে পরিত্যক্ত জমিটুকু সবুজের বেস্টুনিতে পরিনত করা হয়েছে। যেন সোনাতলা থানা চত্বর এখন সবজি ক্ষেত।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ‘এক ইঞ্চি জমিও যেন পরিত্যক্ত পড়ে না থাকে’ সেই মোতাবেক থানা চত্বরের পরিত্যক্ত জায়গায় বিষমুক্ত সবজি বাগান করেছেন। বাগানে পেঁয়াজ, বেগুন, মরিচ, ধনিয়া, স্কোয়াশ, লালশাক, সবুজ শাক, ঢেঁড়স, পেঁপে, সজনে, লাউসহ বিভিন্ন সবজির চারা বপন করেছেন।

সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, আমরা যদি এমনি ভাবে নিজের পরিত্যক্ত জমিতে এই ধরনের শখের বাগান তৈরি করি তাহলে পুরো বাংলাদেশ বিষমুক্ত সবজি উৎপাদনে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আর্থিক ভাবে অনেক লাভবান হতে পারি।

Check Also

বগুড়ায় সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সাঁতার শিখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বগুড়ার সোনাতলায় চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + sixteen =

Contact Us