শেরপুর ডেস্কঃ রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ দেবনাথ বলেছেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক প্রতিনিয়তই মজবুত হচ্ছে। এরই মধ্যে দুই দেশের সরকার টাকা ও রুপিতে লেনদেনের বিষয়টি বিবেচনা করছে। তা চালু হলে দুই দেশের বাণিজ্যে নতুন দুয়ার খুলবে। শুধু বাণিজ্য নয়, সব ক্ষেত্রেই এ পদ্ধতি দুটি দেশের মধ্যে অকৃত্রিম বন্ধুত্বের চিহ্ন হিসেবে পরিচিত হবে।
গতকাল বুধবার দুপুরে নওগাঁ শহরের সরিষাহাটির মোড় এলাকায় একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মনোজ দেবনাথ বলেন, ভারতের রুপি এখন ডলার কিংবা অন্য মুদ্রার সঙ্গে পাল্লা দিচ্ছে। গ্রহণযোগ্যতা পাচ্ছে বিশ্ববাজারে। ব্যবসার ক্ষেত্রে নিজেদের মুদ্রায় লেনদেন পদ্ধতি অনুসরণ করলে দ্রুততম সময়ের মধ্যে ব্যবসায়ীরা লেনদেন সম্পন্ন করতে পারবেন। এতে সময় বাঁচবে।
এ সময় নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন রায়, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, রিলায়েন্স কোম্পানির পরিচালক আমিনুল ইসলাম, রেমন্ড শপের বাংলাদেশের কান্ট্রি হেড খায়রুল ইসলাম, নওগাঁ রেমন্ড শপের ব্যবস্থাপক উজ্জ্বল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।