Home / বগুড়ার খবর / সারিয়াকান্দি / সারিয়াকান্দিতে আড়াই মাস হলো ইউএনও নেই

সারিয়াকান্দিতে আড়াই মাস হলো ইউএনও নেই

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: গত আড়াইমাস ধরে বগুড়া সারিয়াকান্দিতে উপজেলা নির্বাহী অফিসার পদ শূণ্য। সহকারি কমিশনার (ভূমি) পদে কর্মকর্তা নাই সাত মাস ধরে। উপজেলার উর্ধ্বতন কর্মকর্তা না থাকায় নানা ধরনের দুর্ভোগের শিকার হচ্ছেন কর্মকর্তা কর্মচারিসহ সুবিধাভোগীরা।

বগুড়া সারিয়াকান্দিতে ২০২১ সালের ৯ নভেম্বর সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছিলেন মোহাম্মাদ রেজাউল করিম। তিনি ২০২৩ সালের ২৫ জানুয়ারি সারিয়াকান্দি থেকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে এখন মৌলভীবাজার অবস্থান করছেন। ফলে এ উপজেলায় এখন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন ধনুটের উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত।

সম্প্রতি তিনিও অন্যত্র বদলীর আদেশ প্রাপ্ত হয়েছেন। ফলে এ উপজেলা গত আড়াই মাস ধরে ইউএনও পদ শূন্য । অপরদিকে গত ২০২০ সালের ২৭ জুলাই সারিয়াকান্দিতে সর্বশেষ সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছিলেন দেওয়ান আকরামুল হক। গত ২০২২ সালের ৬ সেপ্টেম্বর তিনি পদোন্নতি পেয়ে সারিয়াকান্দি থেকে বিদায় নেন।

উপজেলার উর্ধ্বতন কর্মকর্তা না থাকায় বিভিন্ন অফিসের কর্মকর্তারা বিভিন্ন ধরনের কাগজপত্র স্বাক্ষর করতে নানা ধরনের দুর্ভোগের শিকার হচ্ছেন। জরুরি কোন কাগজপত্র সই করতে বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারিদের ধনুট যেতে হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যাবতীয় কাজর্মের প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

গত কয়েকদিন আগে মুক্তিযোদ্ধা বিষয়ক কাগজপত্র সই করতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আলী আজগর ধনুটের উপজেলা নির্বাহী অফিসারের কাছে যাওয়ার সময় ধনুটে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। যা উপজেলা নির্বাহী অফিসার বর্তমান থাকলে এমনটি হতো না বলে জানিয়েছেন এলাকাবাসী।

বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন কোন জরুরি কাজ সৃষ্টি হলে সেই কাজের আমরা দ্রুত সমাধান দিতে পারি না। একাধিক এলাকাবাসী জানিয়েছেন প্রধান কর্মকর্তা না থাকায় বিভিন্ন অফিসগুলোতে চলছে নানা ধরনের কাজের গরিমসি।

উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মচারি জানিয়েছেন, সাত মাস ধরে তাদের অফিসে কোন কর্মকর্তা নেই। জমিজমার বিভিন্ন বিষয়াদি এখন তাদের অফিসে জমা পরে আছে। এদিকে জমাজমির বিভিন্ন ধরনের কাগজপত্র ১ কিলোমিটার দূরের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যেতে হয়।

বেশি জরুরী কোন কাজ হলে তা নিয়ে কয়েক কিলোমিটার দূরে ধনুট উপজেলাতে যেতে হয়। অফিসের কাজকর্ম সম্পাদন করতে তাদের হয়রানির কোন শেষ নেই।

এ বিষয়ে মুঠোফোনে বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তিনি একটা চাপের মধ্যে রয়েছেন। এ বিষয়ে একাধিকবার মিটিং এ কথা উপস্থাপন করেছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন। তবে আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই সারিয়াকান্দিতে একজন নতুন উপজেলা নির্বাহী অফিসার আসবেন।

Check Also

সারিয়াকান্দি পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ইউএনও

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহন করেছেন সারিয়াকান্দি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =

Contact Us