নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপি অফিসে হামলা ও অগ্নিসংযোগ করার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে শনিবার আমাদের অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল ছিলো। এজন্য থানা থেকে অনুমতি নেওয়ার জন্য আমরা থানাতেই ছিলাম। ইফতারির পোলাও রান্নার জন্য উপজেলা বিএনপি অফিসে তিনজন লোক কাজ করছিলো। এমন সময় মুখ বাধা কয়েকজন লোক উপজেলা বিএনপি অফিসে ঢুকে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় এবং চেয়ার ভাঙচুর করে। আগুনে উপজেলা বিএনপি অফিসের চেয়ার ও ব্যানার পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নন্দীগ্রাম স্টেশন অফিসার তানভীর হাসান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত সেখানে গিয়েছিলাম। আমরা সেখানে যাওয়ার আগেই আগুন নিভানো হয়। একটি চেয়ার ও একটি ব্যানার আগুনে পুড়ে গেছে।
থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, শনিবার অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের আয়োজন চলছিলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথাছিলো সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের। এর আগেই এ ঘটনা ঘটলো।