আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে শিপ্লা ফার্মেসি নামের এক ওষুধের দোকানে আগুনে ওষুধ, ল্যাপটপ, ফ্রিজ, মূল্যবান কাগজ, আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (৮এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টায় বগুড়ার আদমদীঘি হাসপাতালের উত্তর পাশে সততা ক্লিনিকের নিচে শিপ্লা ফার্মেসিতে এই আগুনের ঘটনা ঘটে।
খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা চালিয়ে ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ আগুনে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ওই ফার্মেসির মালিক পল্লী চিকিৎসক আতোয়ার রহমান স্বপন দাবি করেছেন।
শিপ্লা ফার্মেসির আতোয়ার রহমান স্বপন জানান, গত শুক্রবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত দোকানে ওষুধ বেচাকেনা করার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যান। রাতে পূর্বশক্রতামূলক তার দোকান ঘরের পশ্চিম দিকের জানালার কাঠের চৌকাঠ ও গ্রিল ভেঙে দুর্বৃত্তরা ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। রাত ৪টায় খবর পেয়ে এসে দোকানের সার্টার খুলে দেখেন ঘরের ভিতর দাউদাউ করে আগুন জ্বলছে। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর তারা আগুন নিয়ন্ত্রণ করলেও দোকান ঘরে রাখা মূল্যবান ওষুধ, ফ্রিজ, একটি ল্যাপটপ, মূল্যবান কাগজ, আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। এতে তার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আফাজ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটেছে। তবে তদন্ত সার্পেক্ষে আগুনের সঠিক কারণ জানা যাবে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।