Home / দেশের খবর / রাস্তায় শেষ সম্বল নিয়ে বঙ্গবাজারের ব্যবসায়ীরা

রাস্তায় শেষ সম্বল নিয়ে বঙ্গবাজারের ব্যবসায়ীরা

শেরপুর ডেস্কঃ নতুন জামাকাপড় সব পুড়ে ছাই হয়ে গেছে। ছাইচাপা আগুন থেকে ধোঁয়া উড়ছে। ট্রাকে করে সরানো হচ্ছে পোড়াস্তূপ। ব্যবসায়ীরা করুণ চোখে তাকিয়ে সেসব দেখছেন। তাদের মধ্যে কিছু ব্যবসায়ী রাস্তাতেই ‘শেষ সম্বল’ নিয়ে বসেছেন। বঙ্গবাজারের পার্শ্ববর্তী হানিফ ফ্লাইওভারের নিচে অস্থায়ীভাবে দোকান বসিয়েছেন অনেকে। প্লাস্টিকের বস্তা, চৌকি কিংবা টুল বিছিয়ে তারা পোশাক বিক্রি করছেন। এসব মালামালের অধিকাংশই বিভিন্ন কারখানায় ছিল। কিছু পোশাক আবার বঙ্গবাজারের সব মার্কেটে আগুন ছড়িয়ে যাওয়ার আগেই বের করতে পেরেছিলেন কেউ কেউ। তবে তা সামান্য।

ইসলামিয়া মার্কেটের ৩৮ নাম্বার দোকান আপডেট কালেকশন। সেখানে বিক্রি হতো বাচ্চাদের পোশাক। তাদের ২৫-২৬ লাখ টাকার মালামাল আগুনে পুড়েছে। তবে দোকানের কর্মচারীরা মিলে সামান্য পোশাক বের করতে পেরেছিলেন। সেসব নিয়েই চৌকি বিছিয়ে রাস্তায় বসেছেন তারা। পুড়ে যাওয়া দোকান আপডেট কালেকশনের মো. সাকিব বলেন, বঙ্গবাজারে আগুন লাগার পর আমাদের মার্কেটের সামনের অংশে আগুন লেগেছে। আমাদের দোকান ছিল একটু ভেতরে। জীবনবাজি রেখে ঝুঁকি নিয়ে এই মালামালগুলো বাঁচানো হয়েছে। দোকান তো পুড়ে গেছেই। এইটুকু মাল না বাঁচানো গেলে নিঃস্ব হয়ে যেতাম। আমাদের পাইকারি দোকান। একবস্তা মালেই ৫-৬ লাখ টাকা হয়ে যায়। আমরা মাত্র ১০-১২ লাখ টাকার মাল বের করতে পারছি। বাকি সব পুড়ে গেছে। এগুলো যদি কিছু বিক্রি করতে পারি তাইলে নতুন কিছু মাল কিনে ব্যবসা নতুন করে করার মতো অবস্থা তৈরি হবে।

বঙ্গবাজার গুলিস্তান মার্কেটে পাইকারি পাঞ্জাবি বিক্রি হতো। সেখানে ওসমান গার্মেন্টসের স্বত্বাধিকারী মো. সাদ্দাম। তার ১৯৭৮-৭৯ নাম্বারের দু’টি দোকান। দোকানের পাশাপাশি কিছু কারখানায় ও দর্জির দোকানে তার মালামাল ছিল। অবশিষ্ট সেই মালামাল নিয়ে রাস্তায় বস্তা বিছিয়ে বিক্রির জন্য বসেছেন। সাদ্দাম বলেন, আমার ব্যবসায় ছিল ৬০ লাখ টাকার। ৩০ লাখ টাকার মাল ছিল বিভিন্ন কারখানায়। বাকি ৩০ লাখ টাকার মাল দোকানে ছিল। সেটা কিছুই বের করতে পারি নাই। সকাল ৭টা বাজার আগেই আমাদের দোকান পুড়ে শেষ। সাদ্দাম জানান, মাসে ২০ হাজার টাকা দোকান ভাড়া দিয়ে তিনি সেখানে ব্যবসা করতেন। আত্মীয়স্বজন ও বন্ধুদের থেকে সুদের বিনিময়ে ধার করেছিলেন। সেই টাকা বিনিয়োগ করেছিলেন। বিভিন্ন কারখানা ও দর্জিরাও টাকা পাবে। তাই অবশিষ্ট পোশাক বিক্রি করে তাদের কিছুটা দেনা শোধ করবেন আর বাকিটা দিয়ে আবার ব্যবসা করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন।

রাস্তায় বস্তা বিছিয়ে শার্ট বিক্রি করছিলেন মায়ের দোয়া দোকানের মালিক আলম হোসেন। তিনি বলেন, আমার ১৫ লাখ টাকার মাল পুড়ে গেছে। ১২৯৫-৯৬ নাম্বার দোকানে শার্ট বিক্রি করতাম। কিছুই বের করতে পারি নাই। এখন কিছুই বুঝতেছি না। মাথাও কাজ করছে না। কারখানায় মাত্র দেড় লাখ টাকার মাল ছিল। এসব কাপড় নিয়ে তাই রাস্তায় বসছি।

Check Also

রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: সামাজিক ন্যায়বিচার ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =

Contact Us