সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / গাবতলী / তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলার মাটিতে কোন নির্বাচন হবে না…সাবেক এমপি লালু

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলার মাটিতে কোন নির্বাচন হবে না…সাবেক এমপি লালু

আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলার মাটিতে আর কোন নির্বাচন হবে না। হতে দেওয়া হবে না। আগামীদিনে আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং নিরাপদে তারেক রহমানকে দেশে ফিরে না আনা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। তিনি আরো বলেন, এসরকার আমাদের ভোটার ও কথাবলার অধিকার কেড়ে নিয়েছে। এদেশে শেখ হাসিনার অধীনে আর কোন নির্বাচনে বিএনপি অংশ নিবে না।

গতকাল শনিবার দুপুরে গাবতলী উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় সামনে বিদ্যুৎ, তৈল-গ্যাস সহ দ্রব্যমূল্যের উদ্ধগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং বিএনপির ১০দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গদলের মধ্যে সহকারী অধ্যাপক আশরাফ হোসেন, নজরুল ইসলাম টুকু, সহকারী অধ্যাপক নজমুল হক, মমিনুল হাসান মমিন, সাহাদত হোসেন সাগর, জুলফিকার হায়দার গামা, ফজলে রাব্বী ফিরোজ, সাহাদত হোসেন, মুঞ্জুর মোরশেদ, এমআর ইসলাম রিপন, জসিউর রহমান সোহেল, মিজানুর রহমান হিলু, শফিকুল ইসলাম রিবন, ডাঃ নুহু আলম, মনিরুজ্জামান ফারুক, সুরাইয়া জেরিন রনি, সহমিনা আক্তার রুমা, আরিফুর রহান মজনু, রুহুল হাসান রুহিন, রাকিবুল হাসান হিরু, মামুনুর রশিদ ঠান্ডু, এমআর হাসান পলাশ, এসএম রাঙ্গা, আব্দুর রব বাশার, আমিনুল ইসলাম বাবু, জাহাঙ্গীর আলম পোটল, আবু বক্কর সিদ্দিক, জাকিরুল ইসলাম লুকু, মোস্তাফিজার রহমান, আবু মুসা বাবুল, আব্দুল্লাহ আল নোমান সাব্বির, ডিউ তালুকদার। এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গদলের মধ্যে মেয়র সাইফুল ইসলাম, কায়দুজোহা টিপু, আব্দুর রহিম পিন্টু, আতিকুর রহমান আতিক, আবুল হোসেন মোল্লা, আতোয়ার রহমান, তাজুল ইসলাম, সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, এসএম ববিউল ইসলাম দারুন, শাহ আলম রাসেল, মহব্বত আলী, মতিয়ার রহমান মতি, মাহারুফ সম্রাট, মশিউর রহমান সুমন, আনোয়ার হোসেন, চঞ্চল রায়, ডিটল, তৌকির, মানিক সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমূখ।

Check Also

বগুড়ায় এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

শেরপুর নিউজ ডেস্ক: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে বগুড়া জেলার তিন উপজেলা পরিষদের নির্বাচনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 13 =

Contact Us