সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / আইনি সুবিধা চান তারেক-জোবায়দা

আইনি সুবিধা চান তারেক-জোবায়দা

শেরপুর ডেস্কঃ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা খান ওরফে জোবায়দা রহমানের পক্ষে আইনি সুবিধা চেয়ে আইনজীবী নিয়োগের আবেদন করেছেন বিএনপি দলীয় আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

তবে রাষ্ট্রপক্ষ বলছে, আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে আইনজীবী নিযুক্তের সুযোগ নেই। রবিবার মামলাটির চার্জশুনানির দিনে আইনজীবী নিয়োগের বিষয়েও শুনানি হবে বলে জানিয়েছেন মাসুদ আহমেদ তালুকদার।

বিএনপি আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ভোরের কাগজকে বলেন, সংবিধান অনুসারে প্রত্যেক নাগরিকের আইনি সুবিধা পাবার সুযোগ রয়েছে। কোনো মামলা ‘আনডিফেন্ডেড’ থাকতে পারে না। তাই তারেক রহমান ও তার স্ত্রী পলাতক থাকলেও আমরা তাদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য গত ২৯ মার্চ আইনজীবী নিয়োগের আবেদন করেছি। আমরা সংবিধানের ৩১ অনুচ্ছেদ ও আপিল বিভাগের একটি রায়ের আলোকে এ আবেদন করি। এ বিষয়ে অধিকতর শুনানির জন্য রবিবার দিন ধার্য রয়েছে। এদিকে এতদিন পরে কেন এই আবেদন প্রশ্নে তিনি বলেন, মামলার এখন চার্জ শুনানি চলছে। আনুষ্ঠানিক বিচারের সময়ই আবেদন করেছি আমরা। অন্য কোনো কারণ নেই।

অন্যদিকে দুদকের প্রসিকিউটর মীর আহাম্মেদ আলী সালাম বলেন, আসামি পলাতক থাকলে আইনজীবী নিয়োগের কোনো সুযোগ নেই। আইনজীবী নিয়োগের আবেদনের ভিত্তি নেই। আমরা এর বিরোধিতা করেছি। আজ মামলাটির চার্জ শুনানি ও আইনজীবী নিয়োগের অধিকতর শুনানি হবে।

এর আগে গত বছরের ১ নভেম্বর তারেক রহমান ও জোবায়দার রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তবে তাদের গ্রেপ্তার করতে না পারায় সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। এদিকে মামলা থেকে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। পরে ২০০৯ সালের ৩১ মার্চ আদালতে ওই ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

Check Also

প্রধান উপদেষ্টার বক্তব্যে একটু আশাহত ফখরুল

শেরপুর নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের শততম দিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণ প্রসঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − eight =

Contact Us