সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / অবশেষে বগুড়ার সেই প্রধান শিক্ষিকা বদলি

অবশেষে বগুড়ার সেই প্রধান শিক্ষিকা বদলি

শেরপুর ডেস্ক ঃ অবশেষে বদলি করা হয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই আলোচিত  প্রধান শিক্ষিকা মোছা. রাবেয়া খাতুনকে। রোববার (৯ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাধ্যমিক-১ শাখার সহকারি পরিচালক দুর্গা রানী সিকদার স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, মোছা. রাবেয়া খাতুনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। ওই চিঠির মন্তব্যের ঘরে লেখা হয়েছে ‘জনস্বার্থে’ এই বদলি করা হয়েছে। একই সঙ্গে গতকাল অপরাহ্ন হতেই তাকে ‘তাৎক্ষণিক বগুড়ার কর্মস্থল হতে বিমুক্ত বলে গণ্য করা হবে’ বলেও উল্লেখ রয়েছে।

গত ২১ মার্চ প্রধান শিক্ষিকার কক্ষে এক নারী বিচারকের পা ধরে শিক্ষার্থীর মাকে ক্ষমা চাইতে বাধ্য করার ঘটনা ঘটে। এই ঘটনার পরে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই বিচারককে গত ২৩ মার্চ ঢাকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

Check Also

বগুড়ার ৯ থানার ওসিকে বদলী

শেরপুর নিউজ ডেস্ক: একযোগে বগুড়ার ৯ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার  (১২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 8 =

Contact Us