সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / লাইফ সাপোর্টে ডা. জাফরুল্লাহ

লাইফ সাপোর্টে ডা. জাফরুল্লাহ

শেরপুর ডেস্কঃ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সোমবার (১০ এপ্রিল) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক বি: জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব:) দুপুরে বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সকাল সাড়ে ১০টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। তিনি এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক উন্নতির জন্য চিকিৎসা চলছে।

এর আগে এই চিকিৎসক গণমাধ্যমকে জানিয়েছিলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য মেডিকেল বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়েছে।

গুরুতর অসুস্থ হয়ে কয়েকদিন ধরেই ওই হাসপাতালে ভর্তি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।

Check Also

নির্বাচন পর্যন্ত মাঠ দখলে নানা ছক বিএনপির

শেরপুর নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত নেতাকর্মীকে নিরবচ্ছিন্নভাবে মাঠে রাখার কৌশল নিয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 10 =

Contact Us