শেরপুর নিউজঃ রাজধানী থেকে উত্তরবঙ্গগামী যানবাহেনর ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করেছেন বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) সাইফুল ইসলাম। সোমবার (১০ এপ্রিল) দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা, পেন্টাগন বাজার, ছোনকা, মির্জাপুর, শেরপুর ও শিবগঞ্জ উপজেলার যানযটের আশংকা আছে এমন ১০টি স্থান পরিদর্শন করেন তিনি।
এ সময় শেরপুর পৌর শহরের ধুনটমোড়ে সাংবাদিকদের তিনি বলেন, মহাসড়কে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। ঈদের ৭ দিন আগে ও ৭ দিন পরে মহাসড়কে অটোরিক্সা ও থ্রি-হুইলার চলাচল করবেনা। মহাসড়কের বিভিন্ন পয়েন্টের মুখ খুলে দেয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, পুলিশ প্রশাসন ও ট্রাফিক পুলিশকে সজাগ থাকার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সুপার (বগুড়া রিজিয়ন) মো. হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা প্রমুখ।