সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে

সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে

শেরপুর ডেস্কঃ দক্ষিণ এশীয় অঞ্চলসহ সারাবিশ্বে বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (১০ এপ্রিল) রাতে ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে এমন আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরাল ও গভীর করতে কাজ করা অব্যাহত রাখতে চায়। অর্থনৈতিক উন্নয়ন ও মানবাধিকার বিষয়েও যুক্তরাষ্ট্র কাজ করতে চায়।

১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় ও দেখভালের জন্য বাংলাদেশের মহানুভবতারও প্রশংসা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে বৈঠক শুরু হয়।

বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার, দুই দেশের চলমান অংশীদারিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

Check Also

নিষেধাজ্ঞা বাড়লো সাজেক ভ্রমণে

শেরপুর নিউজ ডেস্ক: পাহাড়ের রাজনৈতিক অস্তিরতার কারণে তৃতীয় দফায় বাড়ানো হয়েছে সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + fifteen =

Contact Us