Home / কৃষি / সারের দাম কেজিতে ৫ টাকা বাড়লো

সারের দাম কেজিতে ৫ টাকা বাড়লো

শেরপুর ডেস্ক ঃ রাসায়নিক সারের দাম কেজিতে পাঁচ টাকা বাড়িয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হোসেন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া।

তিনি জানান, সোমবার থেকেই এই দাম কার্যকর করা হয়েছে। এই নিয়ে একটি আদেশও জারি করা হয়েছে।
আদেশে জানানো হয়েছে, ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের দাম কেজিতে ৫ টাকা বাড়ানো হয়েছে। এতে বলা হয়, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে সারের মূল্য বাড়ার কারণে আমদানি যৌক্তিক পর্যায়ে রাখা এবং এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সারের মূল্য পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ জারির তারিখ থেকে সারের মূল্য বৃদ্ধি কার্যকর হবে বলে জানানো হয়েছে এতে।

 

Check Also

ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল:১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ

  শেরপুর নিউজ ডেস্ক: জেলা প্রশাসক (ডিসি) পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় ১৭ জন কর্মকর্তাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 11 =

Contact Us