শেরপুর নিউজ ডেস্কঃ দালাই লামা এক শিশু বালককে ঠোঁটে চুম্বন করার পর তাকে তার ‘জিভ চুষতে’ বলছেন। ভাইরাল হওয়া এমন একটি ভিডিও নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর ক্ষমা চেয়েছেন নির্বাসিত এই তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু। বিবৃতিতে দালাই লামার দপ্তর জানিয়েছে, ‘তার কথার কারণে আঘাত লাগতে পারে’ এজন্য ওই শিশু ও তার পরিবারের কাছে ক্ষমা চাইছেন।
বিবৃতিতে ভিডিওতে তাকে যে কথাগুলো বলতে শোনা গেছে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। বিবৃতির ভাষ্য অনুযায়ী, বালকটি দালাই লামাকে জিজ্ঞেস করেছিল সে তাকে আলিঙ্গন করতে পারবে কিনা; কিন্তু অনলাইনে ছড়িয়ে পড়া ২৩ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটিতে এটি দেখা যায়নি দালাই লামা তিব্বতি বৌদ্ধদের প্রধান ভিক্ষু এবং ব্যাপক শ্রদ্ধাভাজন অধ্যাত্মিক নেতা।