শেরপুর নিউজ ডেস্কঃ বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সুদীপ কুমার বলেন, রমজান ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার শিক্ষা নিয়ে আসে। আমাদের সকলকে সেই মহিমা জীবনের সাথে প্রতিফলন ঘটাতে হবে। আমাদের সকলকে নিজ ধর্মের পাশাপাশি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমাদের মহান মুক্তিযুদ্ধে সকল শ্রেণি-পেশার মানুষ সবকিছু ভুলে একহয়ে দেশ মাতৃকার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে। অসাম্প্রদায়িক চেতনায় জন্ম হয়েছিল আমাদের এই দেশের। তাই আমাদের সকলকে নিজ স্বার্থ ত্যাগ করে পরিবার, সমাজ, তথা দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ শহীদুল আলম তাপস, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদ চৌধুরী, বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ডাঃ শাজাহান, সাইরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইয়াছমিন সুলতানা, জ্যেষ্ঠ প্রভাষক শহীদুল ইসলাম। সহকারী শিক্ষক আল আমিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন প্রভাষক মোস্তাকিম হোসাইন। এরআগে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলেদেন পুলিশ সুপার।
খবর বিজ্ঞপ্তির