শেরপুর নিউজঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলায় জমে উঠেছে কেনাবেচা। মার্কেটগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা গেছে ক্রেতাদের ভীড়। তবে দাম গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।
শেরপুর শহরের বাসষ্ট্যান্ড এলাকায় কয়েকটি মার্কেট সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দেখা গেছে নানা বয়সী ক্রেতাদের ভীড়। বিশেষ করে নারী ও শিশুদের উপস্থিতি লক্ষ্যনীয়। বিক্রেতারা ক্রেতাদের ভীড় সামলাতে হিমশিম খাচ্ছেন। ক্রেতারা পছন্দের জামা-কাপড়, থ্রিপিচ-প্যান্ট শার্ট কিনছেন। তবে তারা বলছেন, গত কয়েকবছরের তুলনায় এবার জিনিসপত্রের দাম অনেকটাই বেশি।