সর্বশেষ সংবাদ
Home / উন্নয়ন / দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

শেরপুর নিউজ ডেস্কঃ বিদ্যুৎ উৎপাদনে দেশে নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত নয়টায় দেশে ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ উৎপাদন ছিলো ২০২২ সালের ১৬ এপ্রিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।

জানা যায়, গরম বাড়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। এ ছাড়া রমজান মাস ও সেচ মৌসুমের কারণেও বিদ্যুতের চাহিদা বেশি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য অনুযায়ী, সোমবার সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৩৮০ মেগাওয়াট। আর মঙ্গলবারের সর্বোচ্চ চাহিদা ধরা হয়েছিল ১৪ হাজার ৭০০ মেগাওয়াট। সর্বোচ্চ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৮০০ মেগাওয়াট।

বর্তমানে দেশের বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ২২ হাজার ৭০০ মেগাওয়াট হলেও সর্বোচ্চ উৎপাদন সম্ভব ১৫ হাজার ১৮২ মেগাওয়াট। গ্যাস স্বল্পতায় ২ হাজার ৪০৭ মেগাওয়াট, কয়লা সংকটে ১২৯ মেগাওয়াট, পানির অভাবে ২০৫ মেগাওয়াট এবং কেন্দ্র সংষ্কার ও মেরামতের কারণে দুই হাজার ১৩৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। ভারত থেকে আমদানি করা হচ্ছে ১ হাজার ৯০৭ মেগাওয়াট।

Check Also

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার খবর গুজব: জনপ্রশাসন মন্ত্রণালয়

  শেরপুর নিউজ ডেস্ক: সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার খবর গুজব। রোববার (২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 3 =

Contact Us