শেরপুর নিউজ: বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষ্যে অনুষ্ঠিত হবে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া শিশু কিশোরদের জন্য রচনা প্রতিযোগিতাসহ বাঙালী সংস্কৃতির নানা আয়োজন থাকছে।
বুধবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় শেরপুর উপজেলা পরিষদ হলরুমে এক প্রস্তুতি সভায় এ তথ্য জানান শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা সুলতানা।
তিনি এতে জানান, বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে আগামী শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা বের হবে। পরে সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই আঙ্গিকে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।