শেরপুর নিউজ : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য ম. আব্দুর রাজ্জাক বলেছেন, বিশ্বের সবচেয়ে প্রাজ্ঞ ও অভিজ্ঞ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। দারিদ্র্যতা দূর করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের কারিগর বঙ্গবন্ধু কন্যা। আমরা গর্ব করে বলতে পারি আমাদের একজন শেখ হাসিনা রয়েছেন, যার গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, উত্তরের ফোরলেন সহ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ভূমিহীন গৃহহীনদের জমিসহ বাড়ি প্রদান, বছরের প্রথম দিন বিনামূল্যে বই বিতরণ এক অনন্য দৃষ্টান্ত। সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করতেই বিএনপি জোট আজ মরিয়া হয়ে উঠেছে। তারা নানাভাবে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা করছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
তিনি বুধবার সকালে বগুড়ার সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকায় সহস্রাধিক অসহায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণকালে কথা গুলো বলেন।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঈদ উপহার নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক। গত দুই দিন ধরে ঈদ উপহার হিসেবে চাল, সেমাই, তেল, চিনি, ডাল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করছেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান রবিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আহসান হাবীব বাঁধন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রউফ, সোহান সাগর, জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ আলম পারভেজ, সাব্বির সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।