শেরপুর নিউজ ডেক্স: আইপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে কোনো একটি ফ্র্যাঞ্চাইজিকে ২০০টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার বিরল কৃতিত্ব গড়েছেন মহেন্দ্র সিং ধোনি।
বুধবার ১২ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস করতে নেমেই এমন বিরল নজির গড়েন চেন্নাই সুপার কিংস এই ক্যাপ্টেন। এর আগে ফ্র্যাঞ্চাইজির তরফে সংবর্ধনাও দেওয়া হয় ধোনিকে। তুলে দেওয়া হয় বিশেষ স্মারক।
২০০৮ সাল থেকে শুরু আইপিএলের। সেই সময় থেকেই চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন ধোনি। মাঝে দু’বছর চেন্নাইকে আইপিএল থেকে নিষিদ্ধ করা হলেও সে সময় অন্য দলে খেলেছিলেন ধোনি। অবশ্য গত বছর স্বেচ্ছায় চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়েছিলেন তিনি। দায়িত্ব দেওয়া হয় জাদেজাকে। কিন্তু মাঝপথেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। ধোনি আবার অধিনায়ক হন।