Home / দেশের খবর / অভ্যন্তরীণ রুটে বিমানের টিকিট ৩ হাজার টাকায়

অভ্যন্তরীণ রুটে বিমানের টিকিট ৩ হাজার টাকায়

শেরপুর ডেস্কঃ ঈদ উপলক্ষে অভ্যন্তরীণ রুটে যাত্রীদের জন্য সাশ্রয়ী মূল্যে টিকিট ছাড়ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সে ক্ষেত্রে ভাড়া তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এ বিশেষ অফার। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বিমান কর্মকর্তারা।

তবে শুধু ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট ও সিলেট-ঢাকা রুটের যাত্রীদের জন্য এ অফার প্রযোজ্য হবে।

এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম সমকালকে জানান, ঈদের আনন্দ পরিবারের সঙ্গে কম খরচে ভাগাভাগি করতে এই বিশেষ অফার। যাত্রীদের জন্য বিমানই এই প্রথম সুবিধাজনক ব্যবস্থাটি হাতে নিয়েছে।

ঈদ উপলক্ষে অভ্যন্তরীণ রুটে বিমানসহ বিভিন্ন বেসরকারি এয়ারলাইন্সের টিকিটের দাম বেড়ে যায়। তা ছাড়া কম মূল্যের টিকিটের অফার থাকলেও বাস্তবে তা পাওয়া যায় না বলে ভুক্তভোগী যাত্রীরা জানিয়েছেন।

অভিযোগ আছে, ঈদ উপলক্ষে চড়া দামে টিকিট করে আসছে বিভিন্ন এয়ারলাইন্স। তবে এয়ারলাইন্স কর্মীদের বক্তব্য, বর্তমানে জ্বালানির দাম বাড়ার পাশাপাশি বিভিন্ন বিমানবন্দরে উড়োজাহাজের পার্কিং, ল্যান্ডিং ও গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ বেড়ে গেছে।

Check Also

জাতিসংঘে ড.মুহাম্মদ ইউনূসের ভাষণ ২৭ সেপ্টেম্বর

শেরপুর নিউজ ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 1 =

Contact Us