শেরপুর ডেস্কঃ পবিত্র ইদুল ফিতরের আগে সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশনা দিয়েছে সরকার। বুধবার (১২ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচিত্র ও প্রকাশনা অধিদফতর সম্পাদক ও প্রকাশকদের এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
অফিস আদেশে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর সমাগত। এই পবিত্র উৎসব উপলক্ষে সরকারি ও বেসরকারি দফতরে কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা পরিশোধ এবং উৎসবভাতা বা বোনাস দেওয়া হয়। নিশ্চয়ই আপনি অবগত আছেন যে, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অস্বাভাবিক অর্থনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদেরও জীবনযাপনে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। অনেক সংবাদপত্র সাংবাদিক ও সংবাদকর্মীদের বেতনভাতা বকেয়া রাখেন এবং উৎসবভাতা বা বোনাস দেন না বলে অভিযোগ রয়েছে। যথাসময়ে সংবাদিক ও কর্মচারীদের বেতনভাতা পরিশোধ করা সংবাদপত্রের মিডিয়া তালিকাভুক্ত হওয়ার অন্যতম শর্ত। এ শর্ত সঠিকভাবে অনুসরণ করার বাধ্যবাধকতা রয়েছে এবং এ অধিদফতর থেকে সংবাদপত্র অফিস সরেজমিনে পরিদর্শনকালেও বিষয়টির প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হয়।
এ অবস্থায় ঈদুল ফিতরের আগেই আপনার পত্রিকায় কর্মরত সব সাংবাদিক-কর্মচারীদের বেতনভাতা এবং উৎসবভাতা বা বোনাস পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো।