Home / বগুড়ার খবর / নন্দীগ্রাম / নন্দীগ্রামে ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নন্দীগ্রামে ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল আলম ছবি বলেন, ‘নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত সুনামের সাথে দায়িত্বপালন করে আসছেন। কিছু হলুদ সাংবাদিক তাঁর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার করেছে। তাই আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

ওই মানববন্ধনে উপস্তিত ছিলেন মুক্তিযোদ্ধা ওয়াশিম উদ্দিন, হাবিবুর রহমান, আব্দুস সামাদ, আব্দুস সোবহান, মেহের আলী, শাহজাহান আলী, মোজাম্মেল হক ও মোসলেম উদ্দিন।

Check Also

নন্দীগ্রামে এবার ৪৫ টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে এবছর ৪৫টি মন্ডপে দূর্গা পুজার প্রস্তুতি শুরু হয়েছে। হিন্দু সম্প্রদায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 5 =

Contact Us