শেরপুর নিউজঃ পহেলা বৈশাখে বাংলা নববর্ষ ১৪৩০ বরণ উপলক্ষ্যে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ের বটতলা থেকে বের হয়ে মঙ্গল শোভাযাত্রাটি বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী পিপিএম, সিভিল সার্জন ডা. মো. শফিউল আজম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীনেশ সরকার, (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন, (রাজস্ব) উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রশিদ, মো. মোতাহার হাসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা,সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মঙ্গল শোভাযাত্রা শেষে শহীদ খোকন পার্কে বাংলা নববর্ষ বরণ ১৪৩০ উপলক্ষ্যে লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এই মেলায় বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা ও লোকজ সামগ্রী প্রদর্শণ করা হবে বলে জানা গেছে।
দিবসের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। এরপর সংগীত শিল্পীরা ‘এসো হে বৈশাখ, এসো এসো’ সংগীত পরিবেশনের মাধ্যমে নববর্ষকে স্বাগত জানায়।