সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / বাফুফের সাধারণ সম্পাদককে নিষিদ্ধ করলো ফিফা

বাফুফের সাধারণ সম্পাদককে নিষিদ্ধ করলো ফিফা

শেরপুর ডেস্কঃ অনিয়মের দায়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে সবধরনের ফুটবল কার্যক্রম থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা (ফিফা)। এছাড়া বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে।

শুক্রবার (১৪ এপ্রিল) দাপ্তরিক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এর আগে আর্থিক অনিয়মে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে সশরীরে ফিফার সদরদপ্তর জুরিখে যান আবু নাঈম সোহাগ। তবে নিজেকে রক্ষা করতে পারেননি তিনি। ফিফা স্বাধীন নৈতিক কমিটির মাধ্যমে দুই বছরের নিষেধাজ্ঞা দিলো তাকে। তিনি ছাড়াও আরও দুই কর্মকর্তাকে এর আগে কারণ দর্শানোর নোটিশ দেয় ফিফা।

আবু নাঈম সোহাগের বিরুদ্ধে মূল অভিযোগ ফিফার দেওয়া অর্থ বাফুফের খরচ দেখাতে তিনি ভুল ডকুমেন্ট দেখিয়েছেন। ফিফা শুনানি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেই এই শাস্তি দিয়েছে বলে তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সোহাগের বিরুদ্ধে সাধারণ আর্টিকেল ১৫ (দায়িত্বে অবহেলা), ১৫ (সততা) ও ২৪ (মিথ্যা তথ্য দেওয়া) ভঙ্গের অভিযোগ দেখিয়েছে তার। এই সিদ্ধান্ত জানানো হয়েছে আবু নাঈম সোহাগকেও। অনুলিপি পাঠানো হয়েছে বাফুফে ও এএফসিতে।

 

Check Also

ভারত সিরিজেই মাহমুদউল্লাহর শেষ!

শেরপুর নিউজ ডেস্ক: গোয়ালিয়রে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে শুক্রবার (৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =

Contact Us