শেরপুর নিউজ: বগুড়ার শেরপুর শহরের স্যানালবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী চৈত্র সংক্রান্তির চড়ক পূজা।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে শেরপুর শহরের ওই মাঠে শেরপুর চড়ক পূজা উদযাপন কমিটির উদ্যোগে এই পূজা অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষ-শিশু পিঠে বরশি ফুটিয়ে গাছে সন্নাসীর ঘোরা দেখতে আসেন। এ উপলক্ষ্যে ওই মাঠে মেলা বসে।
পূজা উদযাপন কমিটির সভাপতি সুজন কুমার মোহন্ত জানান, প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে চড়ক পুজা। এতে মহাদেবের সন্তুষ্টি পাবার জন্য ভক্তরা প্রতি বছর চৈত্র মাসের শুরু থেকে নানা পূজা যজ্ঞ করে থাকে। এর শেষ দিনে চৈত্র সংক্রান্তিতে প্রায় ২০ ফুট লম্বা গাছের সাথে সন্নাসীর পিঠে বরশি দিয়ে ঘুরানো হয়। এর আগে মরা গাছটিকে দুধ দিয়ে স্নান করানো হয়।
তিনি আরো জানান, এ বছর নাটোর থেকে শ্রী কৃষ্ণ দাস এবং শেরপুরের কানু দাস এই দুই সন্নাসী চড়কে ঘুরেছেন।