শেরপুর নিউজঃ বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে নিরলস ভাবে কাজ করছেন। আর স্মার্ট বাংলাদেশে উত্তরাঞ্চলের ১৬ জেলার মধ্যে বগুড়াই হবে স্মার্ট নগরী। তিনি আরও বলেন শিঘ্রই বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাইটেক পার্ক এবং শেখ কামাল আইটি সেণ্টারের কাজ শুরু হবে।
এসব প্রকল্প বাস্তবায়িত হলে বগুড়া হবে একটি আধুনিক ও প্রসিদ্ধ স্মার্ট নগরী। শনিবার (১৫ এপ্রিল) বগুড়ার হোটেল নাজ গার্ডেনে মাল্টিন্যাশনাল সফ্টওয়্যার কোম্পানী ‘এসইও এক্সপাটি বাংলাদেশ লিমিটেড’ এর উদ্যোগে ‘বগুড়া জেলার শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করণের লক্ষে আয়োজিত “মতবিনিময় সভা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
এসইও এক্সপাটি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বকুলের সভাপতিত্বে এবং উপদেষ্টা হাসানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার হযরত আলী।
অনুষ্ঠানে বগুড়া সদর উপজেলাধীন ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা) প্রধান ও আইসিটি শিক্ষকগণ অংশ নেন।