সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / সারিয়াকান্দি / সারিয়াকান্দিতে আবারও চালু কালিতলা ঘাট

সারিয়াকান্দিতে আবারও চালু কালিতলা ঘাট

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। ফলে নদীর নাব্য আবারও ফিরছে। প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে নৌঘাটগুলো। সারিয়াকান্দি উপজেলার একমাত্র কালিতলা নৌঘাট আবারও চালু হয়েছে।

গত কয়েকমাস ধরেই যমুনা নদীতে নাব্য সংকট ছিল। নাব্য সংকটে উপজেলার বেশ কয়েকটি নৌঘাট বন্ধ হয়ে গিয়েছিল। গত কয়েকদিন ধরেই যমুনা নদীর পানি কিছুটা বাড়ায় এসব নৌঘাটগুলো আবারও সচল হতে শুরু করেছে। যমুনা নদীর নাব্য সংকটে গত জানুয়ারি মাসের প্রথম দিকে উপজেলার একমাত্র ব্যস্ততম সারিয়াকান্দি কালিতলা নৌঘাটটি ৩ কিলোমিটার দূরে সদর ইউনিয়নের দেলুয়াবাড়ী গ্রামের সামনে স্থানান্তর করা হয়েছিল।

উপজেলার পৌর এলাকার কালিতলা নৌঘাট থেকে মাদারগঞ্জ জামথল নৌঘাটে হাজার হাজার যাত্রীসহ মোটরসাইকেল ও নানা ধরনের কৃষিপণ্যসহ প্রয়োজনীয় পণ্যগুলো পরিবহন করা হয়। নদীর নাব্য সংকটে এই নৌরুটে যাত্রী পরিবহন গত কয়েকমাস ধরে বন্ধ ছিল। ফলে যাত্রীদের কয়েক কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়েছে। তাদের কয়েকগুণ বেশি ভাড়া দিতে হয়েছে। অপরদিকে সময়ও বেশি অপচয় হয়েছে। কয়েক কিলোমিটারের বালুময় সড়কে সীমাহীন কষ্টে যাত্রীরা যাতায়াত করতেন। এদিকে স্থানীয় কালিতলা নৌঘাটের বিভিন্ন ধরনের দোকানীরা প্রতিদিন লোকসান গুণেছেন। কালিতলা নৌঘাটটি এখন দেলুয়াবাড়ী থেকে পুনরায় কালিতলা আসতে শুরু করেছে। এদিকে নৌঘাটটি পুনরায় কালিতলায় ফিরে আসায় কালিতলা নৌঘাটের প্রাণচাঞ্চল্য আবারও ফিরতে শুরু করেছে।

Check Also

সারিয়াকান্দিতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও পৌর বিএনপির প্রস্তুতি সভা

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি(বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দিতে ২৭ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =

Contact Us