Home / দেশের খবর / বাংলাদেশ থেকে ৫ লাখ কর্মী যাবে মালয়েশিয়ায়

বাংলাদেশ থেকে ৫ লাখ কর্মী যাবে মালয়েশিয়ায়

শেরপুর ডেস্কঃ আগামী দুই-তিন বছরের মধ্যে মালয়েশিয়ায় পাঁচ লাখ বাংলাদেশি নতুন কর্মীর চাকরি হবে বলে জানিয়েছে দেশটিতে বাংলাদেশ হাইকমিশন। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের সর্বশেষ পরিস্থিতি সংক্রান্ত জরুরি এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রবিবার হাইকমিশন এ তথ্য জানায়।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীন শ্রম বিভাগ আট হাজার ৭২৭টি নিয়োগ চাহিদার বিপরীতে তিন লাখ ৫৮ হাজার ৮৯২ জন বাংলাদেশি নতুন কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে। এরই মধ্যে এক লাখ ৩৪ হাজার ৫৯৫ জন নতুন কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছেন। বাকি দুই লাখ ২৫ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। এই ধারা অব্যাহত থাকলে আগামী দুই-তিন বছরের মধ্যে মালয়েশিয়ায় আনুমানিক পাঁচ লাখ নতুন বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান হবে।

বাংলাদেশ হাইকমিশন আরো জানায়, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় এবং কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কূটনৈতিক প্রচেষ্টায় ২০২১ সালের ১৯ ডিসেম্বর বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগের ওপর চার বছর আগে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। গত বছর ২ জুন ঢাকায় অনুষ্ঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপের সভায় কর্মী নিয়োগসংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত হয়। এরপর গত বছর আগস্টে মালয়েশিয়ায় বাংলাদেশি নতুন কর্মী নিয়োগ কার্যক্রম শুরু হয়।

Check Also

বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিনকে অপসারণ

  শেরপুর নিউজ ডেস্ক: বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে খতিবের পদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − five =

Contact Us