সর্বশেষ সংবাদ
Home / কৃষি / শেখ হাসিনার সরকার কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন- কৃষিমন্ত্রী

শেখ হাসিনার সরকার কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন- কৃষিমন্ত্রী

শেরপুর নিউজঃ কৃষি ও কৃষক বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি উল্লেখ করে কৃষিমন্ত্রী ডা. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষকের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে এই খাতে অভূর্তপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী মিলনায়তনে বগুড়া অঞ্চলের কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর মহা-পরিচালক খলিলুর রহমানের সভাপতিত্বে একাডেমীর মিলনায়তনে সভায় মন্ত্রী আব্দুর রাজ্জাক আরো বলেন, কৃষি ও কৃষকের অকৃত্রিম বন্ধু ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই স্বাধীনতার পরেই তিনি দেশের কৃষিখাতের উন্নয়নে নানামুখি পরিকল্পনা করেন। বর্তমানে তাঁরই সুযোগ্যকন্যা ক্ষমতায় আসার পর সেই পথই অনুসরণ করে কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার কৃষকের কষ্ট লাঘব ও কৃষককে লাভবান করতে কৃষি যান্ত্রিকীকরণ, বাণিজ্যিকীকরণ, কৃষিপণ্যের রফতানি বৃদ্ধিসহ এই খাতে বিশাল অঙ্কের টাকা ভর্তুকি দিচ্ছেন। যা পৃথিবীতে বিরল ঘটনা বলেও মন্তব্য করেন। পাশাপাশি তিনি এই অঞ্চলে কৃষির বিপ্লব সাধনে সব ধরণের সহযোগিতার আশ^াস দেন। এক্ষেত্রে কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহবান জানান।

মতবিনিময় সভায় বগুড়া-৫ আসনের সরকার দলীয় জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, শাজাহানপুর-গাবতলী আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, কাহাল-নন্দীগ্রাম আসনের জাতীয় সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি সাখাওয়াত হোসেন ও কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন বক্তব্য রাখেন।

সোমবার ওই মতবিনিময় সভায় কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত বগুড়া অঞ্চলের বিভিন্ন দপ্তরের কৃষি কর্মকর্তারা অংশ নেন।

Check Also

গোলাপি রঙের পদ্মফুল মুগ্ধতা ছড়াচ্ছে

শেরপুর নিউজ ডেস্ক: গোলাপি রঙের পদ্ম ফুটেছে। শিশির ভেজা ফুটন্ত পদ্মফুলগুলো যেন সজিব,প্রাণবন্ত। ভেজা স্নিগ্ধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 1 =

Contact Us