সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুর / শেরপুরে ৭শ পিস ইয়াবাসহ সাংবাদিকসহ গ্রেপ্তার ৩

শেরপুরে ৭শ পিস ইয়াবাসহ সাংবাদিকসহ গ্রেপ্তার ৩

শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে সাতশ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাংবাদিক পরিচয় দানকারী এক যুবকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর ৩টার দিকে তাদের শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের পোশী গ্রামের মো. কফিল উদ্দিনের ছেলে ইমরান হোসেন ওরফে জনি (৩৩), উত্তর আমইন গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৬) ও পোশী গ্রামের মৃত শচীণ চন্দ্র সরকারের ছেলে শ্রী সনজিত চন্দ্র সরকার (৩৫)। এর মধ্যে জনি একটি বাসের সুপারভাইজার এবং হাসান স্থানীয় একটি সংস্থার সাংবাদিক বলে নিজেদের পরিচয় দিয়ে আসছিলো।

শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইমরান হোসেন জনির দেহ তল্লাশি করে ৫শ পিস ইয়াবা এবং বাকি দুই জনের নিকট থেকে দুইশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, সাতশ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের মঙ্গলবার (১৮ এপ্রিল) আদালতে পাঠানো হবে।

Check Also

শেরপুরে দুই সাবেক এমপিসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

শেরপুর নিউজ: বগুড়ার শেরপুর বিএনপির কার্যালয়ের সামনে বিস্ফোরণ ঘটানোর অভিযোগে বগুড়া ৫ আসনের সাবেক দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 10 =

Contact Us