সাকিল মাহমুদ : বাংলা ছবির মহানায়িকার তকমা পেয়েও অস্কার জয়ী সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করা হয়নি এই মহা নায়িকার। তাঁর অভিনয় দক্ষতা বরাবরই মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood) সর্বত্রই দাপটের সঙ্গে কাজ করেছিলেন তিনি। তারপরেও পরিচালক সত্যজিৎ রায়ের (Satyajit Roy) ছবিতে কখনই কাজ করতে দেখা যায়নি সুচিত্রা সেনকে (Suchitra Sen)। কেন এই দুই তারকার এক সঙ্গে কাজ করা হলো না এমন প্রশ্ন বরাবর’ই থেকে গেছে ভক্তদের মনে।
অথচ একজন ছিলেন টলিউডের প্রথম সারির পরিচালক। আর অন্যজন ছিলেন বাংলা ছবির মহানায়িকা। তারপরেও এই দুজনকে কখনও একসঙ্গে হননি ফ্রেমবন্দি। তবে টলিপাড়ায় ঐ সময়ের খবর থেকে ধারণা করা যায় সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার সুপ্ত ইচ্ছে ছিল নাকি অভিনেত্রীর সুচিত্রা সেনের মনে। তবে জনপ্রিয় পরিচালক সত্যজিৎ রায় তার ছবি করতে হলে শুটিং চলাকালীন বেঁধে দিয়েছিলেন বেশ কিছু কঠিন শর্ত। আর সেই শর্ত সুচিত্রা সেন মেনে নিতে না পারায় হয়নি সত্যজিৎ রায়ের সঙ্গে একসঙ্গে কাজ করা।
ঐ সময়ে অস্কারী পরিচালক সত্যজিৎ রায়’ই পথের পাঁচালী’, ‘অপুর সংসার’ এর মত একগুচ্ছ আইকনিক ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের। তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকতেন টলিউডের অন্য সব নায়ক-নায়িকারা। অথচ মহানায়িকার সঙ্গে কাজ করলেন না তিনি। যদিও ইচ্ছে ছিল উভয়েরই। কিন্তু হয়নি ফলপ্রসূ। ছবির প্রস্তাব পেয়েও মুখের ওপরেই নাকি ‘না’ করে দিয়েছিলেন সুচিত্রা সেন।
জানা যায়,’দেবী চৌধুরানী’ অবলম্বনে একটি ছবি তৈরি করতে চেয়েছিলেন পরিচালক সত্যজিৎ রায়। নায়িকার জন্য তিনি বেছে নিয়েছিলেন সুচিত্রাকে। আর এই ছবিতে নাকি ছিলো সেই সব শর্ত, আর শর্ত ছিলো ছবির নায়িকা সুচিত্রা সেনকে সত্যজিৎ রায় সাফ জানিয়ে দিয়েছিলেন এই ছবির কাজ চলাকালীন অন্য কোন ছবির প্রস্তাবে রাজি হতে পারবেন না সুচিত্রা। তাকে শুধুমাত্র ‘দেবী চৌধুরানী’র চরিত্রের ওপরেই মনোনিবেশ করতে হবে তাকে। পরিচালকের বেঁধে দেওয়া এই নিয়ম কিছুতেই মেনে নিতে পারেনি সুচিত্রা।
জানা যায়, ওই সময় মহানায়িকার হাতে ছিল বহু কাজের প্রস্তাব। এমনকি অসংখ্য ছবির জন্য সই করে ফেলেছিলেন তিনি। কথার খিলাপ করা মোটেই সম্ভব ছিল না অভিনেত্রীর পক্ষে। আর সে কারণেই একসঙ্গে কোনো কাজ করাই হলো না সুচিত্রা আর সত্যজিৎ রায়ের।